বরিশাল প্রতিনিধি :
আজ ২৫ অক্টোবর, সোমবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে জেলা রিসোর্স টিম (ডিআরটি) বরিশালের বাস্তবায়নে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স ও উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অথিতি ছিলেন সিনিয়র সচিব স্থানীয় সরকার বিভাগ হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সালেহ আহমদ মোজাফফর।
এসময় সভাকক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আবদুল খালেক, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কামরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মুলাদীসহ বরিশাল জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স ও উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স এর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।