ডেস্ক রিপোর্ট ॥ ডাঃ আফতাব হোসেন রনিকে ভোলা জেলার তজুমদ্দিনে বদলি করা হয়েছে। এর আগে ডাঃ আফতাব বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। ডাঃ আফতাবের বিরুদ্ধে জরুরি বিভাগে আসা রোগীদের এন্তার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ডাঃ আফতাব নেশায় আসক্ত হয়ে রোগীদের চিকিৎসা দিতেন। এমনকি চিকিৎসা প্রদানের
ক্ষেত্রে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষা করিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিতেন। ডাঃ আফতাবের এমন অপকর্মের প্রতিবাদে সম্প্রতি পরিচালকের কাছে লিখিত অভিযোগও দিয়েছে হাসপাতাল কর্মচারীরা। গত বৃহস্পতিবার বদলি সংক্রান্ত একটি চিঠিও হাতে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি চর্ম ও যৌন রোগ বহিঃবিভাগের ডাঃ ডব্লিউ বি ফয়সাল আহমেদকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়েছে। তবে ডাঃ ডব্লিউ বি ফয়সাল আহমেদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিলো না। এ বিষয়ে কথা হলে হাসপাতাল প্রশাসনের ডাঃ এস.এম.মনিরুজ্জামান বলেন,ডাঃ আফতাব হোসেন রনি ও ডাঃ ডব্লিউ বি ফয়সাল আহমেদকে শেবামেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছে। তবে তারা নিয়মিত বদলির অংশ হিসেবে অন্য কর্মস্থলে যাচ্ছেন।