স্টাফ রিপোর্টার ॥ নগরীতে মোটর সাইকেল অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নার্স নিহত হয়েছে। গতকাল সোমবার নগরীর ১নং সিএন্ডবি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নার্স হলো- পপি আক্তার। সে নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন। ঝালকাঠির নবগ্রাম রোডের বাসিন্দা ওই নার্স নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডে ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতাল সুত্রে জানা গেছে, পপি আক্তার মোটর সাইকেলযোগে এক রোগীর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সিএন্ডবি পোল এলাকায় বিপরীতমূখী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত পপি আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার হাফেজ মোঃ আবুল কালাম বলেন, পপি আক্তারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।