২৭ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০.৩০টায় ঈড়হংধষঃধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঈঙচ-২৬ ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ বিষয়ক পরামর্শ সভা বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), বরিশাল এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
আভাসের নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল ঈড়হংধষঃধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঈঙচ-২৬ ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ বিষয়ক কর্মশালায় অংশগ্রহন উপলক্ষে বরিশালের সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে পরামর্শ সভার আয়োজন করেন। উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জনাব তৌফিক আহম্মেদ, বিভাগীয় প্রধান, ইউনিসেফ, বরিশাল, জনাব স্বপন খন্দকার, সভাপতি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), নজরুল বিশ্বাস, সভাপতি, বরিশাল রিপোর্টাস ইউনিটি, সুশান্ত ঘোষ, জেলা প্রতিনিধি, ডেইলি স্টার, লিঙ্কন বায়েন, সমন্বয়কারী, বেলা, বরিশাল, মোঃ আসফাকুর রহমান, এড়িয়া কোঅর্ডিনেটর, টিআইবি, বরিশাল, সাঈদ পান্থ, সোহানুর রহমান সোহান, সমন্বয়কারী, ইয়ুথ নেট, বরিশাল, সিনিয়র রিপোর্টার, যুগান্তরসহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন। সভায় সভাপত্বি করেন নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম (জিবিভি) আহ্বায়ক ও সনাক, বরিশাল এর সভাপতি জনাব প্রফেসর শাহ সাজেদা। আভাসের নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল ও ইয়ুথ নেট বরিশাল এর সমন্বয়কারী জনাব সোহানুর রহমান সোহান ঈঙচ-২৬ সম্মেলনে অংশগ্রহন উপলক্ষে সভাটির আয়োজন করা হয়। সভায় ঈঙচ-২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং বাংলাদেশের পক্ষে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয় নিয়েও ধারনা প্রদান করা হয়।
সভা শেষে উপস্থিত সকলে ঈঙচ-২৬ অংশগ্রহনকারীদের ফুলেল শুভেচ্ছা জানান।