নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ৪৩ জন সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণি গেজেটেড) হিসেবে পদোন্নতি পাওয়ায় স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ অক্টোবর বিকেল ৩টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন।
পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকগণ হলেন- প্রভাতী শাখার শিপ্রা রাণী পাইক, আভা নাসরীন, লুৎফুন নাহার, মোসাম্মৎ নাছিমা বেগম, খালেদা বেগম, নাজমা খানম, মোহাম্মদ আঃ জব্বার, মোঃ আবু ছাঈদ, শুভাশীষ চন্দ্র দে, রত্না সাহা, মোঃ সাইফুল ইসলাম, নাজমা আক্তার, কানিজ ফাতেমা, অলিমা কাদির, রবীন কুমার শীল, শর্মিন আক্তার, আব্দুল মান্নান হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম, জেসমীন আফরোজ, পূরবী সরকার, সাবিনা ইয়াসমিন।
দিবা শাখার হালিমা বেগম, হোসনে আরা বেগম, রমিছা বেগম, মাহমুদ হোসেন, অনিমা রাণী দাস, দেলোয়ারা বেগম, রওশন আরা, আবুয়াল হোসেন হাওলাদার, মোঃ ইউনুছ, রত্না হালদার, রুমাইয়া আক্তার, এস এম মাহফিজুর রহমান, জেসমীন নাহার, মোঃ রফিকুল ইসলাম, জোহরা পারভীন, মোঃ ফয়জুর রহমান, মঞ্জুয়ারা খানম, সাবিনা ইয়াসমিন, নীলা সাহেদ, নাজমুন নাহার, তাহমিনা এনি, মোঃ খলিলুর রহমান।