বরিশাল প্রতিনিধি ॥
বরিশাল নগরে বৃদ্ধা বয়সে সন্তানদের কাছ থেকে ভরনপোষন না পেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ৭৫ বছর বয়সী মা জাহানুর বেগম।
শারীরিক অসুস্থতায় আদালতে উপস্থিত হতে না পারলেও বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক নিজে অসুস্থ বৃদ্ধার বাড়িতে যান।
এবিয়য়ে বৃহস্পতিবার বিকেল ৪ টায় ভরন পোষন আইন ২০১৩ এর ৫ ধারা মোতাবেক ছেলে মো. মোস্তাফিজুর রহমান এবং মেয়ে সাবিনা আক্তার এর বিরুদ্ধে এই মামলা দায়ে করা হয়।
মামলার বাদি জাহানুর বেগম বরিশাল নগরের বৈদ্যপাড়া এলাকার মৃত. সিরাজুল ইসলামের স্ত্রী। মামলা সুত্র জানাগেছে, জাহানুর বেগম এর চার সন্তান। এর মধ্যে ছেলে মো. মোস্তাফিজুর রহমান এবং মেয়ে সাবিনা আক্তার তার ভরনপোষনের দায়িত্ব নিচ্ছে না। জাহানুর বেগমের স্বামীর বাড়ি খুলনার কিছু জমি বিক্রির কথা বলে গত ২২ অক্টোবর বরিশালে আসতে বলে। ওই দিন তিনি তার ভরনপোসনের জন্য বাবার রেকে যাওয়া সম্পত্তি বিক্রির কথা বলে। কিন্তু তার দুই সন্তান বাবার কোন সম্পত্তি বিক্রি করবেন না বলে জানিয়ে দেয়। পাশাপাশি তারা কোন খরচ দিবেনা বলেও জানিয়ে দেয়। একথা বলে অভিযুক্ত দুই সন্তান বাড়ি থেকে চলে যায় এবং আজ পযন্ত কোন খোজ নেয়নি বলেঅভিযোগ করেন তিনি।
মামরার এজাহারে আরো উল্লেখ করেন, জাহানুর বেগম বিভিন্ন রোগে আক্রান্ত। তার স্বামী সিরাজুল ইসলাম ২০১৪ সালের ১৪ নভেম্বর মৃত্যুরন করেন। এর পর থেকে তিনি তার বড় ছেলের কাছেই থাকেন।
এদিকে ঘটনার খবর শুনে বৃদ্ধা অসুস্থ জাহানুর বেগমের বাসায় যান বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, বরিশালের প্রবেশন কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবানবন্দি গ্রহন করেন এবং মামলাটি আমলে নেন।
এদিকে, আদালতের সংশ্লিষ্টরা মনে করেন বিচারকদের এই জাতীয় পদক্ষেপ মানুষের দোরগোড়ায় বিচার পৌছে দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের সাধারন মানুষ ন্যায় বিচার পাবে।