বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে জাতির পিতার ম্যুরাল উম্মোচন

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে জাতির পিতার ম্যুরাল উম্মোচন

নিজস্ব প্রতিবেদক ॥

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) দুইদশক পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুর‌্যাল উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ভবনে এ ম্যুর‌্যাল উম্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনেরও উদ্বোধন করেন তিনি।

পরে অনুষ্ঠিত সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা পুতুল ঘোষ , বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স. ম ইমানুল হাকিম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান।

বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সহ-সভাপতি গাজী শাহরিয়াজ, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

এরআগে সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য অনিমেষ সাহা লিটু।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী খান জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামাল মাসুদুর রহমান, বাপ্পী মজুমদার, কামরুল আহসান, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, বর্তমান যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক কোষাধাক্ষ্য আরিফ সুমন, কোষাধাক্ষ্য বশির আহম্মেদ, সাবেক দপ্তর সম্পাদক অলিউল ইসলাম, আলামিন জুয়েল, দপ্তর সম্পাদক রাসেল হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech