বরিশাল অফিস:
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি বিনষ্টের মধ্যদিয়ে একটি গোষ্টি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই সম্প্রতি ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
সংগঠনের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প রানী চক্রবর্তী, সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ প্রমুখ।