গৌরনদী প্রতিনিধি:
দুই উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে নবগঠিত মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের উদ্বোধণ করা হয়েছে। রোববার সকালে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে নবগঠিত ডাসার ও কালকিনি উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সমন্ময়ে প্রেসক্লাবের উদ্বোধণ করা হয়। মজিদবাড়ি ভুরঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাফরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম.ম হারুন-অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মাওলা আকন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম.আর মর্তুজা, বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিন ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল ও মাদারীপুর জেলা, কালকিনি, গৌরনদী এবং ডাসার উপজেলার পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।