শামীম আহমেদ ॥
“রাজনৈতিক দল সহ সকল প্রর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যৌথভাবে বরিশাল নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক বরিশাল সদর উপজেলা কমিটি।
আজ (১লা) নভেম্বর) রবিবার সকাল ১০টায় নগরীর সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করে।বরিশাল সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সাধারন সম্পাদক হিরন বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিসিসি সংরক্ষিত কাউন্সিলর ও নারী নেত্রী কহিনুর বেগম,হেনারা বেগম, ফেরদৌসি মুন্নি,বিথিকা রানি আইস সহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা দাবী আদায়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক দপ্তরে তাদের দাবী পুরনের জন্য স্বারকলিপি প্রদান করেন।