এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি:
৩ নভেম্বর যারা জাতীয় চার নেতাকে যাহারা হত্যা করেছে সেই খুনিদের ফাঁসির রায় কার্যকর দেখতে বাংলার মানুষ অপেক্ষা করছেন। বাংলাদেশের মানুষ
খুনিদের বিচার কার্যকর কড়ার আশা প্রকাশ করেন।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে লালমোহন পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন।
তিনি আরো বলেন, ৩ নভেম্বর খুনিরা শুধু জাতীয় চার নেতাকে খুন করেনি, এরা পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের ফাঁসির রায় দ্রæত কার্যকর করতে হবে।
এসময় লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান হাওলাদার, এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ ন ম শাহ জামাল দুলাল, আঃ খালেক সওদাগর, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ইমাম হোসেন, আনোয়ার হোসেন হিরন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্ববায়ক ভিপি রাসেলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।