‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে বরিশালে আঞ্চলিক কর অঞ্চল অফিসে চলছে মাসব্যাপী কর সেবা কার্যক্রম। প্রথম দিকে রিটার্নদাতাদের ভিড় কিছুটা কম হলেও জমতে শুরু করেছে আয়কর সেবা প্রদান কার্যক্রম। এই মুহূর্তে কিছু সংখ্যক আগ্রহী আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আবার অনেকে রিটার্ন জমা দিচ্ছেন। দেশের সমৃদ্ধির জন্য কর দেয়ার কথা বলেন তারা। বরিশালে এবারের মেলায় ৭শ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
গত বছর বরিশালে করদাতা ছিলো ৮৭ হাজার। এবার আরও ৫ হাজার নতুন করদাতা সৃষ্টির লক্ষ্য স্থির করা হয়েছে। বরিশালের ১৪ টি কর উপ-অঞ্চলের অফিস, ব্যাংক ও সার্ভিস সেন্টারে এবার কর সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।