বরিশালে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, র্যাব-৮ অধিনায়ক মো. জামিল হাসান ও জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি বিভিন্ন দপ্তরের আন্তরিকতার প্রসংশা করেন। তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের নির্দেশ দেন। সরকারি দপ্তরগুলোতে জনবল সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি।