শামীম আহমেদ ॥
বরিশালে জালানী তেল,গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।
আজ শুক্রবার (১২) নভেম্বর সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সম্মুখে বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কোতয়ালী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষকদল সভাপতি এইচ এম মহসীন আলম, সাবেক জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মন্নান মাস্টার,বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,বানারীপাড়া বিএনপি সাধারন সম্পাদক রিয়াজ মৃধা,বাখেরগঞ্জ পৌর বিএনপি সভাপতি নাসির জম্মাদ্দার,জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,জেলা জাসাস সভাপতি মীর আদনান তুহিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন আনোয়ার সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপি নেতা হান্নান শরীফ, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন সহ বাখেরগঞ্জ,উজিরপুর,বানারীপাড়া বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।