বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালের ১২ ইউপিতে নির্বাচিত হলেন যারা

বরিশালের ১২ ইউপিতে নির্বাচিত হলেন যারা

বরিশাল:
দ্বিতীয় ধাপে বরিশালের ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম। বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, রায়পাশা কড়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আহম্মেদ শাহরিয়ার বাবু ৩ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মনিরুজ্জামান চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৪৪৪ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ কাছেমী ৩ হাজার ১৫৩ ভোট পেয়েছেন। চাঁদপুরা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জাহিদ হোসেন ৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আজিম খান ২ হাজার ৯৩৫ এবং নৌকা প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন খান ২ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন। চরকাউয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ৭ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী হাতপাখা প্রতীকের প্রার্থী আহম্মদ আলী তালুকদার ৫ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। চরমোনাই ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম ১০ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ৬ হাজার ৯০১ ভোট পেয়েছেন। চন্দ্রমোহন ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল হক ৩ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী হাতপাখা প্রতীকের প্রার্থী অলিউর রহমান ২ হাজার ৫২৫ এবং নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান ২ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন। শায়েস্তাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না ৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীক নিয়ে রুবেল হোসেন মামুন ৪ হাজার ৬৫৩ ও হাতপাখা প্রতীক নিয়ে মোয়াজ্জেম হোসেন ৩ হাজার ৬২০ ভোট পেয়েছেন। বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার মৃধা ৮ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুর রাজ্জাক আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৭১৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী কবির হোসেন ৪৩০ ভোট পেয়েছেন।
এদিকে বিনাপ্রতিদ্বন্দীতায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের বিপুল দাস, বাগধা ইউনিয়নের আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের শফিকুল হোসেন ও রত্নপুর ইউনিয়নের গোলাম মোস্তফা সরদার। বরিশালের ১২ ইউনিয়ন পরিষদে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech