বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লার উদ্বোধনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। বিএপিএস কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী সহিদুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের পৌর মেয়র বৃন্দ, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আকতার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।