শামীম আহমেদ ॥
কুয়াকাটা- বরিশাল- আন্তজেলা সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আনুমানিক ২শ’ মন ঝাটকা উদ্ধার করেছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।
আজ (১৫) নভেম্বর (সোমবার) সকাল ৭টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় যাত্রীবাহী পরিবহন থেকে এই জাটকা উদ্ধার করেন।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় এই ৩ যাত্রীবাহী পরিবহন থেকে প্রায় ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝাটকাগুলো বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়।
তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। এবং নৌ পুলিশের ঝাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।