মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিশ্ববাসীর কাছে আবেদন করেন রোহিঙ্গাদের যেন দ্রুত তাদের দেশে পাঠানো হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়েছিলো যেন সাধারণ মানুষের কাছ থেকে তাকে দূরে রাখা যায়।’