শামীম আহমেদ ॥
বখাটের বিরুদ্ধে স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষন চেষ্টার অভিযোগ করে চরম বিপাকে পরেছে স্কুল ছাত্রীর পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।
শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকেলে নিজেদের বসতঘরের সামনে বসে বই পড়ছিলো। ঘরে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী আধুনা গ্রামের নুর মোহাম্মদ মোল্লার বখাটে পুত্র সুমন মোল্লা তাদের বাড়ীতে ঢুকে তাকে (স্কুল ছাত্রী) মুখ চেপে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সুমন পালিয়ে যায়।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রে বখাটে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে সুমন ও তার সহযোগীরা তাকে অব্যাহত ভাবে হুমকি দিয়ে যা”েছ। এমনকি অভিযোগ উত্তোলন করে না নেয়া হলে মা-মেয়েকে ধর্ষনের করার হুমকি দিয়ে যা”েছ ওই বখাটে। এ ঘটনায় তার পরিবারের মধ্যে চরম আতংক বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এবিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যব¯’া গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদক সেবনসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।