শামীম আহমেদ ॥
দেশব্যাপি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, জালানী তেলের মূল্য বৃদ্ধি সহ গণপরিবহন ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদ সহ দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি সহ বিদেশে চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বরিশাল নগরীর বিভিন্ন হাট-বাজার ও পথচারিদের মাঝে লিফলেট বিতরন করেছে জেলা ও মহানগর কৃষকদল।
আজ শনিবার (২৭) নভেম্বর সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ে এক আলোচনা সভা শেষে তারা নগরীর ফরিয়া পট্রি,পোর্টরোড, নিউ সদরঘাট রোড, কলাপট্রি এলাকা সহ বিভিন্ন পথচারিদের মাঝে লিফলেট বিতরন করেন।
এসময় কৃষকদল নেতৃবৃন্দ পথচারিদেরকে অবহিত করে বলেন, আজ দেশব্যাপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে সাধারন নিম্ন আয়ের মানুষের মনের ভিতর নাভিশ্বাষ হয়ে উঠেছে।
অপরদিকে বিশ্ব বাজারে তেলের মূল্য কমে গেলেও আমাদের দেশে তেলের দাম বাড়িয়ে দেওয়ার পাশাপাশি গণপরিবহন,লঞ্চের ভাড়া বাড়িয়ে দিয়ে শিক্ষার্থী সহ দেশের মানুষের গলায় ছুরি ঠেকিয়ে সরকার কোটি কোটি টাকা লুঠপাঠের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে।
তাই সরকারের এই দূর্নীতি ও লুঠপাটের বিরুদ্ধে সকল সাধারন মানুষকে সোচ্ছার হয়ে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন আলম, সদস্য সচিব সফরুল আলম সপ্রু, বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, বরিশাল মহানগর আহবায়ক আঃ রসিদ চৌধুরী,জেলা যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম আনোয়ার,,জেলা যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন,,মহানগর যুগ্ম আহবায়ক মোঃ জসিম,সেলিম মাঝি ও কোতয়ালী সদস্য সচিব সাইদুর রহমানলিটু প্রমুখ।