বরিশালে নৌ পুলিশের অভিযানে ১৪০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হয়। এসময় একটি ট্রাক ও বেপারী পরিবহনের একটি বাস থেকে ১৪০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ইলিশের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা ইলিশ গতকাল সকাল থেকে বরিশাল পুলিশ লাইন্স মাঠে দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।