এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ সরদার, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ মজুমদার। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মহিউদ্দিন আল হেলালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার আতিকুর রহমান, বরিশাল সদরের সহকারী প্রোগ্রামার চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১তম বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি অতিথিরা ডিজিটাল সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা ১১ পাউন্ড কেক কেটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১তম বছর পূর্তি উদযাপন করেন।