পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার রাত নয়টায় শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিাযান চালিয়ে দুইটি ট্রাক, বেশ কয়েকটি গণ পরিবহন ও ১ টি ত্রি হুইলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে ৫ হাজার টাকা করে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। পরে জব্দকৃত মাছ এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. কামরুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণ পরিবহন ও ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়েছে।