বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা জানান, ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে গতকাল রবিবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে ৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দক্ষিন-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন-যশোর-সাতক্ষীরা সহ বরিশালের কিছু জায়গায় ভারী বৃষ্টি, দমকা ও ঝড়ো হওয়া এবং বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। গতকাল বিকেলে বরিশালে বাতাসের আদ্রতা ছিলো ৮৭ ভাগ।
সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস। দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে দুই দিন ধরে সূর্য্যরে দেখা পাওয়া যাচ্ছেনা। তিনি আরও জানান, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি অবস্থানের পাশাপাশি গভীর সমূদ্রে বিচরন করতে নিষেধ করা হয়েছে আবহাওয়া বিভাগের সব শেষ ফোরকাস্টে। এ কারনে সমূদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারী করা হয়েছে। এদিকে সূর্য্যালোবিহীন মেঘাচ্ছন্ন ২টি দিন গুমোট পরিস্থিতিতে কেটেছে বরিশালবাসীর। ঝড় আঘাত হানতে পারে আশংকায় রয়েছেন তারা। জাওয়াদের প্রভাবে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে।