নৌ-পথ সহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবীতে বরিশাল নগরীতে গতকাল রবিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনের সড়কে (সদর রোড) মৃত মানুষের প্রতিকৃতি রেখে এ বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে প্রায় দু’ ঘন্টা নগরীর প্রধান সড়ক সদর রোড অবরোধের পর মিছিল আকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নগরী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আলিসা মুনতাজ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে জোর জুলুম করে ফুল ভাড়া রাখা হচ্ছে। যে অনৈতিক তারা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর সহ নিরাপদ সড়কের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।