বরিশাল প্রতিনিধি :বরিশালে ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এক দিনের সরকারি সফরে বরিশালে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি সকালে বিভাগীয় প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, ডিআইজি এসএম আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ৬ জেলার জেলা প্রশাসক, পরিচালক শেবাচিম বরিশাল, নির্বাহী পরিচালক এলজিআরডি, নির্বাহী পরিচালক সড়ক ও জনপদ বিভাগ, নির্বাহী পরিচালক গণপূর্ত অধিদফতর, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, নির্বাহী পরিচালক জনস্বাস্থ্য প্রকৌশল, অধিনায়ক র্যাব-৮ বরিশাল, পুলিশ সুপার বরিশালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনার এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকিসহ বরিশাল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। সেখানে প্রধান অতিথি মুখ্য সচিব প্রশাসনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবং মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।