শামীম আহমেদ ॥
বরিশালে জাতীয় কমিটির বরিশাল শাখার সাধারন সভা ও সাম্মলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০) ডিসেম্বের সকাল ১১টায় নগরীর বালিবাড়ি রোডস্থ জগদীস সারস্বত উচ্চ বালিকা কিদ্যালয়ের অমৃত ভবনে দিনব্যাপি সাধারন সভা ও সাম্মলন অনুষ্ঠিত হয়।
সাধারন সভার প্রথম অধিবেশনের সভাপতি কবি অধ্যাপক তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে ষাধারন সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পার্থ সারতি, অধ্যাপক স.ম. ইমানুল হাকিম,অধ্যাপক বিমল চক্রবর্তী,অধ্যাপক নজরুল হক নিলু,অধ্যাপক দেবাশিষ হালদার,অধ্যাপক রনজিৎ মল্লিক,অধ্যাপক নজরুল হক আকাশ, কবি আসমা চৌধুরী প্রমুখ।
এসময় জাতীয় কবিতা পরিষদ সাম্মল ও সাধারন সভায় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক জোট নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।