বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর

বরিশালে ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর

শামীম আহমেদ ॥

আগামী ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর। এউপলক্ষে আজ (১১) ডিসেম্বর শনিবার বরিশাল নগরের আর্যলক্ষ্মী ভবন অডিটরিয়ামে এক সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবং পোষাক ব্রান্ড প্রতিষ্ঠান সেইলর এই ম্যারাথন আয়োজনের সহযোগিতা করছেন। আর এর উদ্যোগ নিয়েছেন বিজ্ঞান সংগঠন কসমিক কালচার।

২০২০ সালের ২২ ফেব্রয়ারী বরিশালে প্রথমবারের মত পূনাঙ্গ ম্যারাথন ইভেন্ট আয়োজনেরন মধ্যদিয়ে বরিশাল ম্যারাথনের সুচনা হয়। বরিশাল ম্যারাথন এবছর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কাসমিক কালচার এর সাধারন সম্পাদক যোয়েল কর্মকার জানান, করোনা ভাইরাসের কারনে চলতি বছরে ম্যারাথন এর উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করা হয়। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, বর্তমানে বরিশাল ম্যারাথনও এআই এম এস এর সহযোগি সদস্য পদ লাভ করেছে। তিনি বলেন, আগামী ২৮ জানুয়ারি ম্যারাথনে বরিশাল সহ দেশের বিভিন্নন জেলা থেকে আবেদন করতে পারবে। ইতমধ্যে বরিশালের ৩৩ জন নারী পুরুষ আবেদন করেছে। আর সব মিলিয়ে ৪ শ মানুষ এতে অংশ নিতে আবরদন করেছে।

তিনি আরো জানান, ২৮ জানুয়ারি বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজের প্রথম গেট থেকে ম্যারাথন দৌড় শুরু হবে। এটি নগরের নতুন বাজার, হাসপাতাল রোড,জেলখানার মোড়, সদর রোড, জিলা স্কুল মোড়, রাজাবাহাদুর সড়ক, শিশু পার্ক মোড়, চাদমারী মোড়,ডিসি বাস ভবন মোড়, বাহাদুর শাহ সড়ক, জিলা স্কুল মোড়, সদর রোড, জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার, মড়কখোলার পুল, লাকুটিয়া সড়ক, বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দর, বাবুগঞ্জ বাজার, লাকুটিয়া সড়ক,মড়কখোলার পুল, রামকৃষ্ণ মিশন হয়ে পুনরায় বিএম কলেজ প্রথম গেটে গিয়ে শেষ হবে।

ক্যাটাগরি ভিত্তিক অংশগ্রহনের নূণতম বয়স ১৮ বছর বা তদুর্ধ, হাপ ম্যারাথন ১৬ বছর বা তদুর্ধ, ১০ কি.মি রান ১৪ বছর বা তদুর্ধ, এবং ৫ কি.মি রান ১০ বছর বা তদুর্ধ। ম্যারাথনে অংশ নেওয়া নারী পুরুষদের আলাদা ভাবে পুরস্কার প্রদাান করা হবে।

এদিকে ম্যারাথন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতমধ্যে স্থানীয় প্রশাাসনের অনুমতি নেওয়া হয়েছে। প্রচারনা চারানো হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কসমিক কালচারেরর সভাপতি ডা, অনিষ মন্ডল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech