বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০ তম শাহাদাত বার্ষিকী আজ। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহিদ হন জাতির এই সূর্য সন্তান।

স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ই ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমন শুরু করেন।

মহানন্দা নদী তীরবর্তী রেহাইচর এলাকায় লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহিদ হন তিনি। পরের দিন ১৫ই ডিসেম্বর তার মরদেহ উদ্ধার করে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় জাতির এই সূর্য সন্তানকে।

এদিকে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে তার কবর জিয়ারত, দোয়া মাহফিল, শাহাদাৎস্থলে পতাকা উত্তোলন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech