বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কাল ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

কাল ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটিই প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত তিনদিনের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে ঢাকায় আসছেন রামনাথ কোবিন্দ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ সময় বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হবে।

আগামীকাল ঢাকায় পৌঁছানোর পর জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন ১৬ই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকা সফরের তৃতীয় দিন ১৭ই ডিসেম্বর রাজধানীর রমনা কালীমন্দিরের নতুন ভবন উদ্বোধন করার কথা রামনাথ কোবিন্দের। ওই দিনই ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করা রামনাথ কোবিন্দ।

এর আগে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছরের ২৬ ও ২৭শে মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech