আজ বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, দু’দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর শুভেচ্ছাও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গেল ১০ই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের এলিট ফোর্স র্যাব-এর বর্তমান ও সাবেক সাত কমকর্তাকে নিষেধাজ্ঞা দেয়। ঘটনার ৫ দিনের মাথায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন। নিষেধাজ্ঞার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল মোমেন মঙ্গলবার এক বিবৃতিতে জানান, মার্কিন সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশাবাদ জানান। এর ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তার দেশে সফরের আমন্ত্রণও জানান।