বরিশাল প্রতিনিধি:
বরিশালে কারা নিবাসীদের কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার প্রমুখ। শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে কয়েদীদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। এসময় তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।