খবর বিজ্ঞপ্তি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ( তিপলু)
ও বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু’র পিতা চাখার সরকারী ফয়জুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
বুধবার ( ১৫ ডিসেম্বর ) বিকেলে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় ৪৮ নং মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মরহুমের কফিনের শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মোঃ ইউনুস সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ, শামসুদ্দীন আহমদ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৬ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাজ ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।