রবিবার বিকেলে রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েম ভবনের অডিটোরিয়ামে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি চালু হওয়ায় তদবির বাণিজ্য ও দুর্নীতি কমে এসেছে। কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলে ভর্তির জন্য অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এরমধ্যে অনৈতিক বিষয়ও জড়িয়ে যায়। অনেক তদবির আসে। এজন্য আমরা লটারির ব্যবস্থার কথা চিন্তা করি। অধিকাংশই এ ব্যবস্থায় খুশি। এর ফলে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এ ব্যবস্থা প্রতিবছর চালু থাকবে। এটিকে আরও কীভাবে ভালো করা যায় সেটাও ভাবছি। দেশের সব প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসা হবে।