বরিশাল প্রতিনিধি:
‘স্বেচ্ছাসেবায় গড়ি দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বরিশালে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সুধী সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডস্থ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে’র (ইউজিভি) অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা। সভায় তাইজুল ইসলামকে বরিশাল বিভাগের ক্যাপ্টেন, মো. রফিকুল ইসলাম খানকে বরিশাল জেলার, ড. শামিম আহসানকে ঝালকাঠি জেলার ক্যাপ্টেন এবং তুষার কান্তি চৌধুরীকে বরিশাল সদর উপজেলার ক্যাপ্টেন নির্বাচিত করা হয়। সভায় আমার বাংলাদেশের বরিশাল বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।