বরিশাল প্রতিনিধি:
বরিশালের এক পরিবহন ব্যবসায়ীকে প্রকাশ্য ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে বরিশাল পুলিশ লাইন্সের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। আহতের নাম শামীম মুন্সী। তিনি নগরীর আলেকান্দার কাজী পাড়া এলাকার বাসিন্দা। তার স্বজনরা জানান, সকালে মটর সাইকেল যোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় নগরীর পুলিশ লাইন্সের সামনে পৌছালে অজ্ঞাত এক ব্যাক্তি তার গতিরোধ করে। পরে আকস্মিকভাবে শামীমের পেটে ছুরিকাঘাত করে ঐ ব্যক্তি। তাৎক্ষণিকভাবে পাশের পুলিশ লাইন্সের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার এস এ আল জায়েদ বলেন, পেটে ছুড়িকাঘাতে আহত ব্যক্তিকে সার্জারী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আটক জলিল হাওলাদার নগরীর মিয়া বাড়ির পোল এলাকার বাসিন্দা। তার কথা বার্তা শুনে মনে হচ্ছে তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল হিসেবেও পরিচয় দিচ্ছেন। আল্লাহর নির্দেশে সে এমনটা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।