দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। তিনি বলেন, ‘বন্যা,নদীভাঙ্গণসহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতবর্ষী ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পথে। ডেল্টাপ্ল্যান সফল করতে নিরলসভাবে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনাই পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে ডেল্টাপ্ল্যান এক অনিবার্য পদক্ষেপ। ‘
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পানিভবনে দুই দিনব্যাপী ‘ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২১ ও ৬ষ্ঠ কাউন্সিল অধিবেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি মন্তব্য করেছেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক,এমপি,মোয়াজ্জেম হোসেন রতন,এমপি,ফজলুর রশিদ,মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ড, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি খন্দকার মাঈনুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।