বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

এসএসসির ফল ঘোষণার পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু

এসএসসির ফল ঘোষণার পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছেন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

বুধবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিবিসি নিউজকে এ কথা জানান তিনি।

এসএসসি ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে। এ বছর যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে কারণে পরীক্ষার খাতা দেখার বিষয়ে ছিল স্বাভাবিক নিয়মেই। ডিবিসিকে এমন তথ্য জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, ভর্তির বিষয়ে সবকিছু আগের নিয়মে থাকলেও এবারই প্রথম উন্মুক্ত শিক্ষার্থীদের জন্য বয়সের কোন সীমাবদ্ধতা থাকছে না। এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেয়া হয়েছে।

এছাড়া, সবকিছু ঠিক থাকলে পহেলা মার্চেই ক্লাস শুরুর কথা জানান তিনি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন,  সময় নষ্ট না করে পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে একাদশে অনলাইনে ভর্তির আবেদন। আর ক্লাস শুরু হবে পহেলা মার্চ থেকে। ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ২২শে জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। এরপর মার্চের শুরু থেকেই ক্লাস শুরু।

এবছরও ভালো এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা ভালো ফল নিয়ে আসবে এমন প্রত্যাশাও করেন তিনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech