চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিন হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ভূইয়ারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আসলামপুর আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টার সম্মেলনের সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, দেশের মানুষ শাস্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। আসলামপুর এক সময় বিএনপির সমর্থন বেশী ছিল। আজ আওয়ামী লীগ সরকারের উন্নয়নে সু-সংগঠিত নেতৃত্বে বিএনপির বিলপ্তির হতে যাচ্ছে। আসলামপুর বেতুয়া লঞ্চঘাট থেকে ৬টি লঞ্চ ঢাকায় যাতায়াত করছে। লঞ্চঘাটে আধুনিক মানের পল্টুন স্থাপনের কাজ চলমান রয়েছে।
এক সময় আমাদেরকে ভোলার নাম অনুসারে চিনত, এখন সরাসরি চরফ্যাশনে জ্যাকব টাওয়ারের জন্যে এই চরফ্যাশন উপজেলার নাম বললেই সারাদের মানুষ চিনে। পর্যটন কেন্দ্র হিসাবে দেখতে আসে ঢাকাসহ বিভিন্ন এলাকার মানুষ।
সম্মেলনে আসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নুরে আলম মাষ্টার বৃহত্তর আসলামপুর ইউনিয়নের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, আবদুল্লাহ আল ইসলাম হলেন, আমার রাজনৈতিক গুরু। তিনি ২০১২সালে আমাকে আসলামপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব দিয়েছেন। আজ আমি আসলামপুরকে আওয়ামী লীগের জনপ্রিয়তায় দ্বার প্রান্তে আনতে সক্ষম হয়েছ
আমাকে পুনরায দায়িত্ব প্রদান করলে আসলামপুর বিএনপি থাকবেনা ইনশাহ আল্লাহ। উপজেলার মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন আসলামপুর হয়েছে বলে বক্তব্যে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সম্পাদক মনির উদ্দিন শুভ্র, আসলামপুর আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টার ,ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুর ইসলাম, আহবাযক মিজানুর রহমান প্রমুখ।