বরিশাল প্রতিনিধি:
বরিশালের অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমুখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ২৪ জন অসচ্ছল ত্রীড়াবিদদের মাঝে ৫ লক্ষ ৭৬ হাজাট টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।