বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব কটকস্থল গ্রামে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মানসিক বিপর্যস্ত কলেজছাত্র কীটনাশক পান করে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে কীটনাশক পান করার পরে গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া সাব্বির খান (১৮) ঐ গ্রামের ব্যবসায়ী সাইদুল খানের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সাইদুল খান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কীটনাশক পান করে সাব্বির অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত পৌনে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাত সোয়া ৪টার দিকে সাব্বির মারা যান। সে কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সাব্বিরের সহপাঠীরা জানিয়েছেন, সাব্বির খানের প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে সাব্বির বিপর্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই মো.কুদ্দুস জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে সাব্বির খানের লাশ হস্তান্তর করা হয়েছে।