বরিশাল প্রতিনিধি:
বরিশালে মাদক উদ্ধার অভিযানের সময় পুলিশ সদস্যেদের ওপর হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১৭ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাতে নগরীর রূপাতলী এলাকার মান্নান খান সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদের ভিত্তিতে এসআই খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায়। হামলায় কনস্টবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হয়।