বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় সম্মুখে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ন করেন। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ.লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ.লীগের সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আঃ মতিন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, যুগ্ন-সস্পাদক মোঃ মোস্তফা কামাল চিশতি, মোঃ কামাল হোসেন, দফতর সস্পাদক পরিতোষ পাল, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইনুর রহমান সিকদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত,ওবায়দুল হক জুয়েল,ফাইজুল হক প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।