বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআনিছুর রহমান আনিছ শরীফের আয়োজনে মঙ্গলবার ( ১১ জানুয়ারি ) সকাল ১১টায় নগরীর ধান গবেষণা রোডস্থ কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
এ-সময় বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ুন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেলসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।