হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসুচী জেলা সমাজসেবা কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল মামুন তালুকদার, উপ পরিচালক,বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ স্বপন কুমার মুখার্জী, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, বরিশাল।
আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা পরিষদ। শহিদুল ইসলাম, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ, বরিশাল, আরো উপস্থিত ছিলেন, আল মামুন,
উপ পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়,বরিশাল। সাজ্জাদ পারভেজ জেলা প্রবেশন অফিসার বরিশাল সহ সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও হিজড়া জনগোষ্ঠীর সদস্য বৃন্দাবন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মহোদয় কতৃক নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান ও বরিশাল জেলা প্রশাসক মহোদয় কতৃক শীতবস্ত্র বিতরণ করা হয়।