নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন একমাত্র স্বীকৃত দল। আর দেশকে গড়তে হলে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যদের সবার আগে নিজেদের গড়তে হবে” গতকাল বুধবার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, চরমোনাই কওমিয়া শাখার উদ্দোগে “কল্যান রাস্ট্র প্রতিষ্ঠা ও ধর্মীয় স¤প্রীতি রক্ষায় ইসলাম” শীর্ষক সেমিনারে একথা বলেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম । গতকাল দিনব্যাপী চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করিম বলেন, ইসলামি হুকুমত চালু করতে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।আর সেজন্যই ছাত্রদের নিজেদেরকে গড়ে তুলতে হবে দেশ গড়ার জন্য। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফয়েজী,চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম,চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী,ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ,দলের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, চরমোনাই পীর সাহেবের খলিফা হযরত মাওঃ মুজিবুর রহমান, খলিফা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী রেজাউল করিম আবরার,মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুফতী রহমত উল্লাহ চাঁদপুরী, মুহাম্মদ মোসাররফ হুসাইন দিনাজপুরী, মুহাম্মদ আবু সালেহ মূসাসহ অনেক ওলামায়ে কেরামগন।