বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গৌরনদীতে গরীবের ডাক্তারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

গৌরনদীতে গরীবের ডাক্তারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
গরীবের ডাক্তার খ্যাত প্রয়াত চিকিৎসক বরিশালের গৌরনদী উপজেলার প্রয়াত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দাস রনবীর এর আবক্ষ্য মুর্তিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে গতকাল বুধবার তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও দুই কন্যা উপজেলার বিল্বগ্রাম বাজারে প্রতিষ্ঠিত তার আবক্ষ্য মুর্তিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকাল ১০টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাহিলাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি সদস্য মোঃ হাসান আল মামুন, মোঃ মিজানুর রহমান, নুর আলম সরদার, হাবিবুর রহমান হাওলাদার, মোঃ আশরাফ সেরনিয়াবাত, মোঃ সোলায়মান মৃধা, স্বপন হালদার, নাজমা খানম ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech