বরিশাল প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি, বুধবার কোতোয়ালি মডেল থানার এস আই মেহেদী হাসান’র নেতৃত্বে একটি চৌকস টিম নগরীর বিসিসি ১১ নং ওয়ার্ডের ভিআইপি গেইট সংলগ্ন হায়দার আলী শেখ এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী হায়দার আলী শেখ (৬০) কে ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ জানায়, হায়দার আলী শেখ এর ছেলে আরেক মাদক ব্যাবসায়ী সোহেল শেখ (২৬)পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কিন্তু হায়দার আলীশেখ (৬০) এর কাছে থেকে ৪১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামী সোহেল শেখ (২৬) কে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।