বরিশাল প্রতিনিধি :
১৩ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের অয়োজনে শিশু একাডেমি বরিশাল এর অস্থায়ী কার্য়ালয়ে প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সভাপতি খেলাঘর আসর নজমুল হোসেন আকাশসহ প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।