করোনা প্রতিরোধে গনপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশাল নদী বন্দরে নজরদারী শুরু করেছে বিআইডব্লিউটিএ। মাস্ক ছাড়া নদী বন্দরে এবং লঞ্চে কোন যাত্রীদের প্রবেশ করতে দেয়া হয়নি। করোনা সংক্রামন রোধে বিআইডব্লিউটিএ’র এই অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় ১১ দফা কঠোর নির্দেশনা জারী করেছে সরকার। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল নদী বন্দরে নজরদারী শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় তারা যাত্রীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ার আহ্বান জানান। মাস্ক ছাড়া কোন যাত্রী নদী বন্দরে কিংবা লঞ্চে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তারা। এ সময় মাস্ক বিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করেন কর্মকর্তারা। বরিশালের লাহারহাট ও চরকাউয়া সহ ৭২টি ঘাটের সবগুলোতে যাত্রী সচেতনতা বাড়াতে নজরদারী করছে নদী বন্দর কর্তৃপক্ষ। করোনা সংক্রামনের উর্ধ্বগতি রোধে এই নজরদারী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল বিআইডব্লিুটিএ’[র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান।